ওহে বসন্ত
ওহে ফাগুন
ওহে বৃক্ষলতা,
কেন এতো রঙিন সাজে বারবার ফিরে আসো ফেব্রুয়ারিতে?
ওহে শিমুল
ওহে পলাশ
ওহে কৃষ্ণচূঁড়া রক্তজবা,
কেন এতো লালে লাল হও এ ধরাতে ?


ওহে কবি,
মনে কি নেই  বাহান্নের কথা ?
মনে কি নেই  রক্তঝরার সেই ব্যথা ?


মনে কি নেই?
সেই টগবগে রক্তের স্রোতধারা,প্রস্রবণ হয়ে মৃত্তিকা চুঁয়ে চুয়ে
আজো নেমে যায় পাতালপুরে !
তারই কিঞ্চিত শুষে আনি শিকড়ে,
অবনী সাজাই রক্তে রক্তে।
ফুল দিয়ে নয়,
হৃদয় দিয়ে ছুঁয়ে ছুঁয়ে ক'জনই বা দেখে ?


ফাগুন এলে,
বসন্তের সব ফুলে তাই তো, অমর শহীদদের রক্ত ।


              (সংশোধিত)
রচনাকালঃ ২৪/০২/২০১৫ ইং