পৃথিবীটা অনেক সুশ্রী মানুষগুলো ধোঁকাবাজ,
স্বার্থ আর অর্থের মোহে প্রত্যেহ সাজে ভিন্ন সাজ।
পরের ধন লোটে নিতে কতো ফায়দা ফন্দি,
অপরাধীর অপরাধে সাধুজনা বন্দি।


শ্রমে কেউ খেটে মরে কেউ ভোগে তার ফল,
দেখে না  কেউ এ যুগে অসহায়ের চোখের জল।
ন্যায় নীতি ঈমান সত্য ঝুলির মধ্যে পুড়ে,
পরের ধন শুষে খায় জোঁকের মত করে।


রঙ বেরঙের ভেলকি মেরে চতুর বানায় বোকা,
স্বার্থের তরে হায় রে মানুষ খেলবি কতো ধোঁকা।
যতই তুমি চেপে রাখো তোমার কুকৃর্তি,
লোচন মেলে দেখবে একদিন পাপের খাতা ভর্তি।
নিঁখুত বিচার হবে একদিন হবেই সর্বনাশ,
সেদিন তুমি কাঁদবে পড়ে ওরে ধোঁকাবাজ।


-সংশোধিত