নিক্ষান্ত  সময়ের নিষ্পেষণে চূর্ণ হয় কাঁচের স্বপ্নগুলো
ক্ষণপ্রভা দামিনী অবয়বে ঝলকে নিষ্প্রভ জীবন প্রীদিম
ক্ষণে ক্ষণে রটে কতো জয় পরাজয়
কখনো কি ভেবেছো, জীবনটা তোমার নয় ?


ভূবনটাও তোমার নয়,নিয়তির আস্তরণে মোড়ানো দুঃখগুলো তোমার
দোদুল্যমান ভূ-রঙ্গমঞ্চে তুমি এক নিয়তির খলনায়ক
মুখস্ত মানুষগুলো আর রোগ শোক ক্লেশ বিরহ
ক্ষণিকা অভিনয় উপকরণ একক।


অতঃপর কোন একদিন মাটির খাঁচায় জীর্ণতার আবরণ
স্বার্থপর অবনী গ্রাস করে তোমার চলন্তিকা
নিয়তির নির্ঝর ধুয়ে মুছে দিবে ক্লেশ জীর্ণতা।


সাঙ্গতার নির্বাসনে অতৃপ্ত তিক্ত অভিনয়
নবীনত্বের আহবানে তোমার চিরায়াত প্রস্থান
মুছে যাবে দুফোঁটা জলের ক্ষণপ্রভা ইতিহাস।


                  -----


(সংশোধিত )