কোন এক ঝড়ো হাওয়ার দিনে,
মহকালভ্রমা রানারের ঝুড়ি হতে উড়ে যাওয়া,
আমি এক দুর্ভাগা চিঠি !
উড়ে উড়ে আঁটকে ছিলেম কোন এক কাঁটাবনে,
সেখানে ক্ষতবিক্ষত হয়েছি এক শতাব্দী।
অতঃপর, বাটের ধারে বেওয়ারিশ কতোকাল,
কতো পদের পেষণ,
কালের ময়লায় কতো জীর্ণতা।
ভালবাসার এক ডাকবাক্স মিলেছিল কোন একদিন,
ছলনার মরীচিকায় ধসে গেছে তলা,
হয়নি আমার স্থান,
ব্যথাতুর হৃদে অপূর্ণ অবসাদে ছুটেছি অনন্তের পানে,
ধরিত্রীর অন্তরালে, কালের অথই তলে,
নিঃশেষিত হবে একদিন জীর্ণ এ চিঠি।