রক্তেভেজা ধূলিমাখা গ্রামের মেঠোপথের টানে,
ফিরে আসি বার বার,
ফিরে পাই পরিত্রাণ,
মরণের গভীর নিবিড়তা থেকে।
এখানে লাঙল চষে, খুঁজে পাই চেতনার সুগন্ধ,
অখ্যাত শহীদের বুকের পাঁজর স্কাল।
দিগন্তজুড়ে সবুজ ফসল,
লালমাটির বক্রপথ,
বংশাই নদী,
জেলেদের জালটানা,
কাস্তে হাতে কৃষক,
আম জাম কাঁঠাল বটবৃক্ষ,
রাখালের বাঁশি,
নোলকপড়া বধূয়ার কলসিভরা জল।
ওরা আমার ক্লান্ত চোখের ঘুম লুটে নেয়,
মৃত্যুর মহানিদ্রা অভিমানে পালায়,
আমি ফিরে আসি বার বার ওদের মাঝেই মিশে যেতে।


-সংশোধিত