ন্যায়ের পথে  জাগ্রত হও উঁচিয়ে শমসির,
অন্নহীনকে অন্ন দাও,
উদ্বাস্তুরে নীড়।


দুর্বলের পাশে দাঁড়াও হয়ে মজলুম বীর,
অনয় অদ্রী দুমড়ে মুচকে,
জাগাও উর্ধ্ব শির।


মানুষ ওরাও,অর্ধাহারে ধূলোয় লুটোপুটি,
দু'মুঠো অন্নই স্বর্গ ওদের,
বাঞ্ছা নহে কোটি।


থুথু দাও সেই প্রাসাদে,যেথায় বেমানান বৃদ্ধা মাতা,
সমাজপতি সন্তান ওরা,
বৃদ্ধা খুঁজে মানবতা।


পেটমোটা করে যারা গরীবের হাড় নির্যাসে
তাদের তরে গর্জে উঠো,
বিধ্বংসী ত্রাসে।


মানবতা কেন আজ কাঁচের মতো ভঙ্গুর ?
শোষণ বঞ্চনার আর্দ্রতায় কেন
সত্য হয় না অঙ্কুর?


সত্যের বেণু গর্জে তুলো ন্যায়ের অমিয় তান,
মানুষে মানুষে কমে যাক সব
বাঁধা ব্যবধান।


-সংশোধিত