যদি কোন একদিন,
বিষাদের বিধ্বংসী ভূমিকম্পে ছিন্নভিন্ন হয় যায়
তোমার সৌখিন গ্রহটি,
ভিনগ্রহে মৃতপ্রায় মুমূর্ষু তনুখানি যদি মুক্তি আস্বাদনে হয়  কিঞ্চিত বিচলিত ,
বুকের বামপার্শ্বের পুরোনো ক্ষতটায় হাত রেখো,
দেখবে তখনো ঝরছে আমার ভালবাসার পবিত্র রক্তপ্রবাহতা !


যদি ধেয়ে আসে লোচন প্রান্তে ক্ষীপ্র আঁসুর তড়িত্ব
জেনে রেখো
ভিনগ্রহের বালিকণা হয়ে আমিই শুষে নেব তা।
হয়ত আমিই  তোমার প্রতিচ্ছায়া হব,পরাভূত করতে দুর্বিষহ নিসঙ্গতা,
তখনো কি গো ভুল বুঝবে আমায় ?


-সংশোধিত