যখন আমি থাকবো না,
গ্রীষ্মের কাঠ ফাঁটা রোদ্দুরে,
বরষার মৃদু রুমাঞ্চমুখর প্রিয়ার উষ্ণ আদরে,
শরতের কাশফুলে,
কিবা নবান্ন মুখরিত হেমন্তে।
তখন আমায় খুঁজে পাবে,
মাঠের ঝরা ফসলে,
শীতের বৈরী হাওয়ায় শিশিরস্নাত
দূর্বাঘাসে,
বসন্তের সব মলিন ফুলের ভিড়ে,
ষড়ঋতুর এ বাংলায়।


-যৌথকাব্যগ্রন্থ "নীলজ্যোৎস্নার সিঁড়ি "তে প্রকাশিত।