এ রাষ্ট্রের প্রতি আমার ব্যক্তিগত কোন আক্রোশ নেই।
নেই ঘৃণা
অবজ্ঞা,
ভালোবাসাও।
বরং এ রাষ্ট্রই আমায় তাচ্ছিল্য করে সৎমায়ের মতো।
এ ধ্বজভঙ্গ রাষ্ট্রনীতি,
এ চাপাবাজ মন্ত্রণালয়,
এ ঘুষখোর প্রসাশন,
আর এ আধমরা সুপ্তিবিভোর গণতন্ত্রের প্রতি আমার ব্যক্তিগত কোন ক্ষোভ নেই।
থাকবেইবা কেমনে?
যেখানে ব্যক্তি স্বাধীনতা নেই,
যেখানে বাক্ স্বাধীনতা নেই,
যেখানে উন্নত মস্তিষ্কের জন্ম হওয়া পাপ,
যেখানে জ্ঞানীর কদর নেই,
মেধার মূল্য নেই,
চাকরির অভাবে শিক্ষিত বেকারের আধমরা গোংরানি,
শ্রমিকের রক্তশুষা শিল্পপতির দৌরাত্ব
আর নেশায় মত্ত যুবসমাজ,
সেখানে আমার ব্যক্তিত্ববোধ রাষ্ট্রের কিইবা আসে যায়?
সেখানে আমার ভালোবাসা রাষ্ট্রের কিইবা আসে যায়?


এখানে আছে প্রতিহিংসার রাজনীতি
আছে খুন
আছে ধর্ষণ
আছে লুটপাট
আছে ফক্কিকার চোরের আস্তানা,
এসব নিয়ে আমার ব্যক্তিগত কোন মাথাব্যথা নেই।
থাকবেইবা কেমনে?
আসলে মাথা থাকলে তো?
সত্যিই, আমি এক মুন্ডুহীন মানুষ,
কোন নেতার পা চাটার মতো লালা আমার জিহ্বায় নেই।
নেই কোন চাটুকার মন্ত্রী হবার ইচ্ছে,
না আছে সিংহাসন অথবা রাজ্যের মোহ।
যেখানে নির্ভেজাল প্রাণের স্পন্দন, মাঠের পর মাঠ সবুজের রাজত্ব
সেখানে একটা কুঁড়েঘর হলেই হেসে খেলে কেটে যাবে আমার ব্যক্তত্বহীন জীবন।