ভাবনাগুলো ধর্ষিত হয়ে নিয়তই  সাজে ফুলন দেবী,
দুর্ভাগ্যের কাঁটাতারে ফেলানীর মতো আটকে থাকে নিঃসাড় নিথর  স্বপ্ন।
বুকের বামপার্শ্বে বিঁদ্ধ একিলিসের খঞ্জর,
ছলনার এ্যালকোলাহল নিয়তই  ভোকাল চাপায় কোন এক ছলনাময়ী।
আমি কাঁদতে পারিনা
কাঁদতে গেলেই চোখ বেয়ে নেমে রক্তের স্রোত।
পোড়া ঠোঁটে নিকোটিনের উৎকট  বিচরণ,
নিশ্বাসে লেপ্টানো দুর্বৃত্ত পবন,
জানিনা কোন ভুলে, ক্যাকটাসের কণ্টকময় এখন আমার ভুবন।


-সংশোধিত