লামিয়া।
ভেবেছিলাম, আর কোনদিন হয়তো
তোমার নক্ষত্রের জ্যূতি আর পড়বে না এ উষর প্রান্তরে।
নিয়তির মন্দিরে হয়তো সেদিন উল্টো বেজেছিল কাসারঘণ্টা,
তাই বুঝি পথ ভুলে চলেছিলে পেছনে,
আমার যুদ্ধাহত বিধ্বস্ত ট্রয়ে,আবার এসেছিলে হেলেন হয়ে,
পুড়ে যাওয়া বুকের বোতাম খুলে শুকেছিলে হৃদয়পোড়া ঘ্রাণ।


অনেকটাই পাল্টে গেছো তুমি,
ঠিক যেন দুপুরের রোদে নেতিয়ে যাওয়া ঢলকমলির মতো।
তবুও যেন সেই সুদীঘল কুন্তল,
সেই নার্গিস অক্ষি,
আফ্রিদিতির সেই রূপ,
মনোহরণী সেই রুমাঞ্চ একচুলও কমেনি।


আবারও কতদিন পর,
দিঘির পাড়ে উড়ন্ত কেশে আনমনে দাড়িয়ে ছিলে কিছুক্ষণ।
বড্ড ইচ্ছে হল ছুঁয়ে যেতে,
বড্ড ইচ্ছে হল স্বচ্ছ এ কাঁচের দেয়াল ভেঙে বুকের পাঁজরে পিষে রাখি,
নতজানু হয়ে বলি"এ জন্মের সমস্ত ভুল আমারি ছিল"।
-