মোরা দুরন্ত তরুণ,
মোরা বাধার সিন্ধে আঁধার হানা,
নিখিল প্রভা অরুণ।
মোরা চির উদ্যাম,
চির ন্যায়ের তরে অবিনাশী তোরণ,
চির দুর্দম।
মোরা অকাতরে দিই প্রাণ,
ন্যায়ের তরে কন্ঠে কণ্ঠে,
চির বিদ্রোহী তান।
মোরা চির দুর্বার চির দুর্মর দুর্বিনীত প্রাণ,
মোরা বেখেয়ালী প্রলয়নৃত্য,
চির অক্ষয় অম্লান।
মোরা ফুঁসে ওঠা তেজস্বী তুষাগ্নি,
মোরা নির্ভীক চিত্তে দলে যাই,
দুঃশাসনের পোষ্য কামাগ্নি।
মোরা চির অমর অনড় চির মহীয়ান,
ব্যথিতের তরে ত্যাজিত স্বত্তা,
মহাপ্রলয়ের তান।
মোরা শোষকের তরে, বজ্র কঠোর,
শোষিতের রক্তিম অরুণ,
মোরা দুরন্ত তরুণ।
মোরা যমরাজের এলোচুল,
মোরা দুরাচারের দুর্দশা ঘটাই,
করি অত্যাচার নির্মূল।
মোরা চির উচ্ছ্বল চির শানিত বিধ্বংসী বজ্রপাত,
মোরা ধর্ষিতা বোনের অশ্রূসজল,
বিক্ষুব্ধ প্রতিবাদ।
মোরা ন্যায়ের তরে রক্ত ঝরাই,
বুলেট খেয়েও নেচে বেড়াই,
খেলে যাই অগ্নি অগ্নি খেলা,
লাথি মেরে মেরে ভাঙি দুঃশাসনের দুর্বিষহ তালা।
মোরা চির নির্ভীক,
চির বীর সৈনিক,
চির দুর্ধর্ষ নৃশংস,
অত্যাচার নাশিবার তরে,
বার বার আসি ফিরে,
মোরা ধ্বংস ধ্বংস ধ্বংস।
মোরা বিশ্ব মুক্তির তরে,
লড়ে যাই অকাতরে,
কণ্ঠে কণ্ঠে বিজয়ী রণগীত দুর্লভ ঢঙ্কা,
মোরা চির রক্তিম অরুণ তরুণ দুর্বিশঙ্কা।