বালিরচরে কুহেলীকা তুই,
কেন বাঁধিস ঘর,
জানিস নে কি সূর্য তোরে,
পোড়ায় জনমভর।
নারীর বুকে লুকিয়ে থাকে,
নদীর মত নালা,
জানিস নে কি ভাঙাগড়া নদী ও নারীর খেলা।


-সংশোধিত