এইখানে -বুকের ঠিক মধ্যস্থলে,
দুঃষহ যাতনার এক রক্তাক্ত রক্তিম প্রাচীর।
কালের নহরে লহর তোলে,
ওরা যেন গড়েছে এক বধ্য লেক,
গড়েছে কালের ইতিহাস।


কখনো কি কান পেতেছো ?
রায়ের বাজার বধ্যভূমির সেই রক্তাক্ত প্রাচীরে
শুনেছো কি তাঁদের করুণ আর্তনাদ,
দেখেছো কি অদম্য আত্মত্যাগ ?
আকাশে বাতাসে ধ্বনিত হয় আজো
ওদের বুকের পাঁজর ভাঙার আওয়াজ।


ভেবেছো কি কখনো ?
সহায় সম্পদ ঘর সন্তান বধূয়া ছেড়ে
চির বিদায়ের নির্মম ঘণ্টা কতটা বিষাদকর ?
ওরা হাসিমুখে সয়েছে সবই,
শুধু একটি পতাকার তরে,
শুধু একটি সূর্যোদয়ের তরে ।
বধ্যভূমির টগবগে প্রাণের জমাট রক্ত
পেয়েছে কি আজো স্বপ্নের সেই স্বাধীনতা ?


{2018 সালে  "জলতরঙ্গে কাব্যভেলা" কাব্যগ্রন্থে প্রকাশিত।}