রাসূল তুমি দয়ালবন্ধু,
ভাবের সিন্ধু
পাড়ের কান্ডার,
তোমা বিনে ঘোর নিদানে,
রক্ষা নাহি আর।


ভব সিন্ধুর তরঙ্গ ভারী,
ক্ষুদ্র এ ভগ্নতরী,
কেমনে ধরিব পাড়ি,
সাহস জোটে না,
পাপের ঘূণে ঝরোঝরো,
ছিদ্র নাওখানা।


খরস্রোতা বিষম সিন্ধু,
সাঁতার নাহি জানা,
পাড়ের কড়ি শূন্য বলে,
ডুবিলো নাওখানা।


ওই দেখি হায়,
কারা যেন ধায়
নির্ভয় নির্ভয়
এপাড়েতে ছিল ওদের,
পাড়ের কড়ি সঞ্চয়।


বেলা শেষে
ক্লান্ত বেশে,
সবাই গেল চলে,
নিঃস্ব হয়ে ডাকি বসে,
শূন্য সিন্ধু কোলে।


"লা ইলাহা ইল্লেলাহু" পড়েছি পাক জবানে,
ওহে রাসূল দীনবন্ধু,
দয়ার সিন্ধু
তড়াও এ নিদানে।


পাড় করো কৃপা করিয়া,
পাপিষ্ঠ এ ভগ্ন তরী,
তুমি যে অসহায়ের সহায়,
পাড়ের কান্ডারী।


-সংশোধিত
----০----