শরতে,  শরতে
পরতে, পরতে,
রুপের   আভা,
ঝলমলে  প্রভা।


নীলে  নীল  গগনে,
মৃদু মন্দ পবনে,
খেলে যায়,
দোলে যায়,
দূরদেশে  উড়ে  যায়,
রাশিরাশি শুভ্র মেঘ,
আহা কি আবেগ!!


রবির কিরণে
মলিন বরনে,
হেসে যায় তবু,
শুভ্র শুভ্র  হাসি,
রাশিরাশি  কাশঁফুল,
বড়ো ভালবাসি।


দু পসরা বৃষ্টি,
ভিজিয়ে  যায় সৃষ্টি,
অপলক দৃষ্টি,
মাতে হিয়াকূল,
হেরি কদম্বফুল।


রজনীর  জোসনা ধারা,
যেন উন্মাদ  পাগলপারা,
জোনাকিরা দিশাহারা,
চকোর পিয়ে,
জোসনা ধারা,
নদীর  ধারে,
শিয়ালের সাড়া,
এ  হিয়ে দিশেহারা,
দিশেহারা,
দিশেহারা।


পাকা তালের,
মধুর গন্ধে,
হৃদয়  নাচে,
ছন্দে  ছন্দে,
নদী পূর্ণ  রন্ধ্রে রন্ধ্র।


শিহরণ  তোলে মনে,
জোঁয়ার  জাঁগে,
শশীর  সনে,
এ হিয়ে   আকুলি ব্যাকুলি,
এমনো শরতের  ক্ষণে।


এমনো রজনী,
ওহে স্বজনী,
নায়রে  কাটাও,
বাপের বাড়ি!!


মধুর এ শরতে,
মধুময় রজনী,
ঝিরঝিরে বহে,
শারদ পবনী।


এমনো প্রহরে,
যদি নাহি আসো ফিরে,
সত্যিই  সখি,
তোমার সনে আড়ি।


রচনাকালঃ১৬/০৯/১৪ ইং