মোরা কবি,
মোরা দুঃখ বিলাসী,
মোরা অপরের ক্লিষ্টতা কাঁধে লয়ে,
নির্বিঘ্নে  হাসি।


মোরা কবি,
মোরা বর্ণের বীজ বুনে,
করি ছন্দের  চাষ নিরবধি,
মোরা চির অসহায়দের পাশে দাড়াই,
দুখীর দুখে কাঁদি।


মোরা কবি,
মোরা নিত্য একে যাই,
প্রকৃতির ছবি,
মোরা অকোতভয় বীর সৈনিক,
দুর্দমনীয়  ন্যায়ের  রবি।


মোরা কবি,
মোরা চির সজীব,
চির তরুণ,
মোরা প্রোজ্জ্বলিত ন্যায়ের  শিখা,
প্রদীপ্ত  অরুণ।


মোরা কবি,
মোরা কল্পডানায় ভর করে,
নিত্যএঁকে যাই ছবি,
মোরা কলমের অদম্য রশ্মি ঢেলে যাই,
যেথায় অস্তমিত  সত্যের রবি।


মোরা কবি,
মোরা দেশের তরে,দশের তরে,
মোরা বিশ্ব মানবতার তরে,
মোরা সত্য ও ন্যায়ের  তরে,
মোরা বিশ্ব প্রকৃতির  তরে।


যবে স্তব্ধ  হবে এ ধরার,
শত অন্যায় অত্যাচার, দ্বন্দ্ব, সংঘাত,
অজস্র মিথ্যার প্রহসন,
মানবে মানবে হবে,
সুদৃঢ়  মৈত্রীর বন্ধন,
নিশ্চিত নির্মল প্রকৃতিতে হবে,
আগামীর আগমন,
তবেই সার্থক হবে মোদের,
এ কাব্যের ভূবন।


   """''''''''''"যবণিকা """""""


রচনাকালঃ২১/১০/২০১৪ ইং