চাঁদের আলো লাগে ভাল, নিশীথ আছে বলেই,
চাঁদের আলো হারায় জানি, দিবস প্রভা পেলেই।
অন্ধকার আছে বলেই,আলোর তরে হাসি,,
দুঃখ কষ্ট আছে বলেই, সুখকে ভালবাসি।


উত্থান আছে বলেই, পতনের ভয়,
মিথ্যা আছে বলেই, সত্যের জয়।
নরক আছে বলেই,স্বর্গের এত মান,
পরাজয় আছে বলেই,বিজয়ের  গান।


মেঘ আছে বলই, সমুদ্রে ভরপুর,
সাধুর মূল্য আছ বলেই,অসাধুরাই চোর।
মূত্যু আছে বলেই,জন্মেতে হাসি,
স্বার্থ আছে বলেই, অর্থকে ভালবাসি।


মন আছে বলেই, মনের মানুষ খুঁজি,
নেত্রযূগল স্পষ্ট বলেই, ভাল মন্দ বুঝি।
পুরুষ আছে বলেই,নারীর রুপের দম্ভ,
প্রেম আছে বলেই,গড়ি স্মৃতির স্তম্ভ।


সূচনা আছে বলেই,ইতি ঘটে তাই,
দুর্নাম আছে বলেই,সুনাম কুড়াই।
ফুল ফুটে বলেই,বসন্ত আসে,
হৃদয় আছে বলেই, মানুষ ভালবাসে।


সূর্যেটা আছে বলেই,আছে এতো আলো,
ফুলের সুবাস আছে বলেই, বাসি এতো ভাল।


যবে স্রষ্টার হুকুমে,ইস্রাফিলের শিঙায়,
ধ্বনিবে মহাপ্রলয়ের তান,
ধ্বংসের ছন্দে নাচিবে সবই,
অনুকূল প্রতিকূল তবেই হবে ম্লান।


      -------০-------


রচনাকালঃ২৪/০৯/২০১১ ইং
হলুদিয়া
মধুপুর, টাংগাইল।