আসরের সব কবিতাকে নিদ্রা দিয়ে,চির ছুটিতে, চিরনিদ্রায় গেলে তুমি।নিয়তি যে কতটাই নির্মম,তারই স্বাক্ষী রেখে গেলে।তোমার শোকে কবিকূল শোকাহত,ম্রিয়মাণ। কভু ভুলবোনা তোমার এ অবদান।
আজ আবার মনেপরে যায়,জীবনানন্দ দাসের কথা।তার সেই অকাল দুর্ঘটনাজনিত মৃত্যু।সুকান্ত ভট্টাচার্যের কথা,মৃত্যু তাকেও অকালে ছুটি দিয়েছে।জানিনা আমরাও কবে, কিভাবে চলে যাব এ কাব্যের ভূবন তথা সমগ্র ধরাধাম হতে।হয়ত কেহ জানবে না,আমিও কখন ঘুমিয়ে যাবো,তোমার মতন!
তোমার তরে,শ্রদ্ধায় ভরে,অজস্র শ্রদ্ধাঞ্জলি।