♦♦♦কথিপয় বাণী♦♦♦


          


♦"জ্ঞানীকে শ্রদ্ধা করো,কেননা আল্লাহ তা'লা  মহান জ্ঞানী"।


♦"মায়ের ছেঁড়া আঁচল তলে, হাজারো জান্নাত"।


♦"মন মানবের অমূল্য ধন,আর ভালবাসা তার অলঙ্কার"।


♦"বিশ্বাস মানবের গুপ্তধন স্বরূপ"।


♦"প্রেম মানুষের পবিত্র আমানত"।


♦"বিরহে প্রেম পরিপক্ক হয়"।


♦"মৃত্যুই মহান সংস্কারক "।


♦"যেজন মহৎ, তার মরণ নেই"।


♦"বড় আশায়,বড় কষ্ট"।


♦"সত্য প্রেমের মিলন সহজ নয়"।


♦"মৃত্যু মানবের মহান শিক্ষক"।


♦"মৃত্যু মায়ার চরম শত্রু"।


♦"প্রকৃত প্রেমে সম্মান বাড়ায়,জাতিকূল হারায় না"।


♦"বিদ্ধানের কলম,যুদ্ধক্ষেত্রের শাণিত তলোয়ার"।


♦"জীবনের কাছে ধরা দেওয়ার নামই প্রেম"।


♦"সুশিক্ষায় বসন্ত আনে,কুশিক্ষায় আনে বরষা"।


♦"সাধনার প্রেমে, যাতনাই বেশি"।


♦"ভালবাসা কখনো নিঃশেষিত হয়না,রূপান্তর হয়"।


♦"প্রেম এলেই বসন্ত আসে,চলে গেলেই বরষায় ভাসে"।


♦"যে যাহারে কষ্ট দেয়, মন তারেই বেশি বেশি চায়"।


♦"শিক্ষিতের হাতের কলম,অশিক্ষিতের হাতের  বন্দুকের চেয়েও ভয়ঙ্কর"।
♦"ভাঙ্গা মন,জুড়া লাগাবার মহাঔষধ হল ভালবাসা"।


♦"সুপুরুষরাই প্রেমেপরে এবং পুঁড়ে,কাপুরুষরা নয়"।


♦"প্রেম যদিও ফুল দেয়,ফলটুকু কেঁড়ে নেয়"।


♦"মৃত্যু সত্যকে প্রমাণ করে"।


♦"সময় যত হারিয়ে যায়,মৃত্যুদূত ততই এগিয়ে আসে"।


♦"ক্ষুদ্র প্রেমই অমর  হয়,মৃত্যু যদি সঙ্গী হয়"।


♦"মৃত্যু মহাবিষাক্ত, তবুও মানুষ তার স্বাদ গ্রহণে প্রস্তুত"।


♦"মৃত্যুই মানুষকে কাঁদতে শিখায়"।


♦"যে জীবন বিরহের স্পর্শ নেই,সে জীবনে,পূর্নতার স্পর্শও  নেই"।


♦"ছোট ছোট অভিজ্ঞায়, জীবন সুন্দর হয়"।


♦"ধৈর্য মহত্ত্বের লক্ষণ স্বরূপ "।


♦"সুখ থাকলে, ভাঙ্গা ঘরেই স্বর্গ"।


                               (  চলবে.........)