একুশ মানে আমার অহংকার,
একুশ মানে বাংলার অহংকার,
বায়ান্নে তুলেছিল,মুক্তির ঝংকার ।


প্রাণ দিয়েছেন জব্বার, ছালাম....
জানাই তাঁদের হাজার সালাম ।
কোটি প্রাণের জন্য যাঁরা,
জীবন দিলো শহীদ তাঁরা,
মায়ের ভাষার জন্য যাঁরা,
জীবন দিলে শহীদ তাঁরা ।


মায়ের ভাষার মান রাখতে,বলী যাঁদের প্রাণ,
বাংলা ভাষার ইতিহাসে,
তাঁরাই চির অম্লান ।।
              
                  যবণিকা


রচনাকালঃ১৮/০২/২০০৩ ইং


[বিঃদ্রঃ আমার লেখা প্রথম কবিতা।]