সৃষ্টিকর্তার পরেই তোমায়,
      পবিত্রা জানি,
ওগো আমার জন্মধাত্রী,
       মা জননী ।
হেরিলেই তোমার ওই,
      চাঁদ বদনখানি,
দূর হয় ত্রিভূবণের সকল
       বিষাদ গ্লানি।
মাগো তুমি এ ধরার,
      সেরা উপহার,
সংসার ত্যাগী বৈরাগী জীবন,
      মা গৃহে নেই যাঁর ।
মাগো তোমার আঁচল তলে,
      আরশেরি ছাঁয়া,
সন্তানের তরে হৃদে তোমার,
      অকৃত্রিম মায়া ।
নিজে থাকিয়া অনাহারে,
      খাওয়াও সন্তানেরে,
নিজের সকল বিসর্জন দাও,
      সন্তানেরই তরে ।
মাগো তোমার পদের তলে,
       সন্তানের জান্নাত,
সকল বিপদ আছান হয়,
       করিলে আর্শীবাদ ।
স্রষ্টার সহিত আধ্যাত্মিক বন্ধন,
      তোমার রূহের সাথে,
তাই তো তোমার ক্রন্দন শুনে,
      খোদার আরশ কাঁদে ।
ত্রিভূবণে পাইনে কিছুই,
       তোমার সমতুল্য,
পরম ধনের ধনী তুমি,
      অমূল্য অতুল্য ।
  
             যবণিকা  
রচনাকালঃ২৫/০২/২০১৫  ইং