নগ্ন পদে এসেছি শহীদ মিনারে,
ফুল দিতে নয়, হৃদয় দিতে ।
ফুল বাঁসি হবে, বৃন্ত হতে ঝরে যাবে,
এ পবিত্র হৃদয় ঝরবেনা,
অন্যায়ের রৌদ্রে মরবেনা,
রেখে দিবো তা,যতনো করে,
শহীদদের চরণের প'রে ।
আমি চাপা ধিক্কার শ্রবি,
অজস্র শহীদের,
তাই মেকি শ্রদ্ধার্ঘ দিতে আসিনি,
হৃদয় দিতে এসেছি,
পবিত্র হৃদয় ।
স্বযতনে দেয়া পুষ্পার্ঘ, চুপিসারে
লুটে নেয় লুটেরা,
বাঁসি ফুল ঝেড়ে, ঠাঁই হয় ডাস্টবিন,
তাই হৃদয় দিতে এসেছি,
পবিত্র হৃদয় ।
যুগান্তরের ঘুর্ণিপাকে,মহাপ্রলয়ের কষাঘাতেও,
ঝরবে না তা।
ন্যায়ের তরে বারবার গড়ে তুলবে,
দুর্ভেদ্য প্রাচীর ,
জন্মিবে তা,সালাম বরকত হয়ে
বারংবার।
তাই হৃদয় দিতে এসেছি,
পবিত্র হৃদয়।


        ---------০--------