ঝরে যাওয়া পত্র পল্লবের মত,
কূল ভাঙা স্রোতের মত,
ঝরে যাওয়া পুষ্পবৃতির মত,
জীবন নায়ে, সময়ের গুণ টেনে টেনে,
হারাতে বসেছি, মুক্তমনে ছুটে চলা,
বর্ণীল স্মৃতিভরা, স্বরগ কিবা নরকসম,
স্বর্ণালী দিনগুলি !
সময়ের স্রোতে, আবেগে মেতে,
হর্ষ বিষাদের মাল্য গেঁথে,
হারিয়ে যাচ্ছে ক্ষণগুলো, অনন্ত স্রোতে ।
স্মৃতিবহুল কতো স্বর্ণালী সুদিন,
কালের করালগ্রাসে,
সময়ের ক্ষরস্রোতে, তিল তিল করে বিলীন ।
আজি মনেপড়ে , পিছনে ফেলে আসা,
দুরন্ত শৈশব কৈশর,কতো রুমাঞ্চমুখর দিন,
কালের নখর থাবায়, সবই বিলীন !
মনেপড়ে, বন্ধুদের সাথে আড্ডা,হেঁয়ালীপনা চলন,
গানে গানে মুখরিত কতো ক্ষণ,কতো ভ্রমণ,
বিহঙ্গের মত মুক্ত জীবন ।
স্কুলে একগেঁয়োমী ক্লাস,
স্কুল ফাঁকি দিয়ে নজরুল হওয়া,
সারাটিক্ষণ প্রেম নিয়ে মগ্নতা,প্রেমিকাদের সঙ্গতা,
কতবার প্রেমে পড়েছি, প্রেম তা নিজেও জানে না ।
বাল্যকালেই পিতৃর শমন,
হেঁয়ালী কঁচিহৃদে, বিষাদের আলিঙ্গন।
এখন বড্ড অসহায় আমি,
অনেকটাই স্তব্ধ হেঁয়ালীপনা ,
বৃদ্ধামাতার মুখে অন্ন নেই,চাল নেই চুলো নেই,
হাঁড়ে মাংসহীন জীবন।
বংশাইয়ের কূলে বসলে, মনেপড়ে হারানো দিনগুলি,
অঝরে কাঁদি, বংশাইয়ের স্রোতের মতন।
চিবুক চুঁয়ে বহে যায় অশ্রুধারা,
মিশে বংশাইয়ের স্রোতে ।
ভাবি বসে হায় !
হর্ষ বিষাদে ভরা, সেই স্বর্ণালী দিনগুলি,
আসবে কি ফিরে আর এ জীবনে ?
আর কি ফিরে পাবো তাঁদের,
ক্ষুদ্র এ জীবনে ?
ক্ষণিকের এ ভূবণে ?


      ---------০-------
রচনাকালঃ ২৩/০৩/২০১৪ ইং