আজ বড্ড কেঁদে যাচ্ছে মনটা,
চুঁবিয়ে যাচ্ছে গোবি'র তপ্তবালি !
কতদিন পর,
তোমার অগ্রজদন্ত কাঁমড়ে দিলো মোর,
শাশ্রুমন্ডিত কপোল !
নিকষ আধারে,
পরম আদরে,
জড়িয়েছিলে কিছুক্ষণ,
যেন মধুপ পুষ্পাসনে অবগাহন ।
সদ্যফোটা পাঁপড়ি যেন,
আঁচড় মেখেছিল অধরে।
মর্তের ঘাসফুলের টানে,
অন্তরীক্ষের বন্ধন ভেদি
উল্কার ন্যায় প্রহত ছিল শশধর ।
একরাশ কোমল কাঁশফুল,
উন্মাদ সমীরণে দলিত, অক্টোপাস থাবায় !
কামনার অক্ষটী উঁৎপেতে ছিল,
হিমালয়েও ঝরেছিল, উষ্ণ প্রস্রবণ !
তবুও চির অতৃপ্ত হিয়া,
এ কেমন প্রহসন?
তুমি তো হলে না মোর, চির আপন,
ওহে দরদীয়া,
এ যে ছিল তোমার, ক্ষণিক পরকীয়া ।


                  যবণিকা
রচনাকালঃ ১২/০২/২০১৫ ইং