কোথায় জ্বালাবো, ন্যায়ের একটু প্রদীপ,
            অন্যায়ের ঝঞ্ঝা বহে
                  দিক- বিদিক,
   মানবের দেহে, প্রবাহিত কালো রক্ত ।
মস্তিষ্কে শোষণ ব্যভিচারের বিষাক্ত শ্যাওলা,
           প্রতিহিংসার শিলাবৃষ্টি,
                    চারিদিক,
              নিঃশ্বাসে দুর্নীতি ।
     স্বার্থের শিকলে বাঁধা সত্য বচন,
          রুই কাতলা শুষে খায়,
                সমাজ নামের,
                   পুষ্করিণী।
রাজনীতির সায়রে সব জলই কালো ,
          ঘুষের টাকায় পেট মোটা
                  বড় সাহেব।
পাতিরা রাতারাতি আঙুল ফোঁলে কলাগাছ,
                সেলফের তলে চাপা
                    ন্যায় বিচার,
         দুর্নীতির পা চাঁটে প্রশাসন ।
                  শীল পাটায় পিষ্ট
                     জনগণ।
কোথায় জ্বালাবো, ন্যায়ের একটু প্রদীপ ?
           বিবেকের পোঁড়ামাটিতে,
                 অঙ্কুরিত হয় না
                        ন্যায়।
স্বার্থের মোহে, দুর্নীতির ঠেলা টানে রাজনীতি।
      পরোক্ষ চলে ক্ষমতার লুটতরাজ,
            প্রতিনিয়তই পিষে যায়,
                   ন্যায়বাদ ভ্রূণ ।
সুশীল সমাজের মুখে, কাঁঠালের আঁঠা,
             যেই লঙ্কায়, সেই রাবন,
                 পেটেরদায়ে দগ্ধ
                        জনগণ।
জনতারপোষাক কবে পড়বে, উলঙ্গ রাজা,
           কবে জ্বলবে দিক-বিদিক,
                ন্যায়ের দীপ্ত প্রদীপ।


                       যবণিকা
রচনাকালঃ০৫/০৪/২০১৫ ইং