সেই কবে তুমি এসেছিলে,
এ মধু নগরে,
মধুপুরে।
মনের গগণটা নীল ছিল,
সবুজ মাঠের বুক চিঁড়ে
গজিয়েছিল কঁচি
যবের দানা।
মৌমাছির গুঞ্জনছিল
সরষে ফুলে,
আমের মুকুল উঁকি দিয়েছিল,
আম্রডালে।
অরুণ রঙে রাঙাছিল,
কঁচি আনারস।
বাতাবি ফুলের ঘ্রাণে উন্মাদ ছিল,
দখিনা সমীরণ।
বসন্তে মনমৌচাকে,
জমেছিল মধু,
তুমি এলে না।
বসন্তও পেরিয়ে গেল,
মধুমাস গ্রীষ্ম এলো,
তবুও তুমি এলে না ।
তুমি এলে বরষায়,
একরাশ দুর্বৃত্ত নোনাজল নিয়ে।


        যবণিকা