এভাবেই হয়ত নিঃশেষ হবো একদিন,
কালের অভদ্র থাবা, ব্লক করে দিবে
জীবন পাসওয়ার্ড ।
ছুঁড়ে দেয়া বন্দুকের গুলির মত, হারিয়ে যাব
ব্যর্থ নিশানায় ।
বংশাইয়ের স্রোত, তবুও হয়ত মিশবে
অব্যর্থ ঠিকানায়।
নয়ত বা ক্ষীণস্রোত হাঁটুজলে, শিকারে নামবে
বলাকার ঝাঁক,পানকৌড়ি, গাঙচিল।
বালকদের কোমর জলে ঝাঁপাঝাঁপি,
আমি থাকবো না সেথায়,
কালের মহাস্রোত ভাসিয়ে নিবে আমায়।
শহরের ব্যস্ততার ভিড়ে, বন্ধুদের আড্ডায়,
গঞ্জের বটতলায় বাউলা আসরে,
ঘরে ফেরা ক্লান্ত পাখিদের নীড়ে,
কোথাও হয়ত পাবে না আমায়,
কালের জীর্ণতা বক্ষে চেপে,
ক্লান্তিহীন পথিক হয়ে,
এভাবেই হয়ত একদিন হারিয়ে যাব,
আসবো না ফিরে।
--------০-------