কলকল ছলছল,
নামে পাহাড়িয়া --ঢল,
সিক্ত করে সমতল,
বহে নির্ঝরিণীর জল।
এ কোন ছন্দে, নেমে আসো আনন্দে,
বহে চলো সানন্দে।
রবির কিরণে,
অপরূপ বরণে,
করো টলমল,
নির্ঝরিণীর জল।
পাহাড়িয়া --গা বেয়ে,
ছলছল আসো ধেয়ে,
তটনীর স্রোতে মিশে, করো টলমল,
নির্ঝরিণীর জল।
দূর হতে হেরি,
আহা মরি মরি,
কিযে অপূর্ব ছবি,
হই উম্মাদ কবি,
যেন কুমারী অদ্রীর শিরে,
শুভ্র কুন্তল,
নির্ঝরিণীর জল।
এ কি প্রকৃতির রূপের বন্যা ?
নাকি অদ্রীর কষ্ট কান্না ?
কণ্ঠে যেন বহে মোর,
অনন্ত কলকল,
নির্ঝরিণীর জল।
ওহে জল কোথা যাও, লয়ে যাও মোরে,
অচল অসাড় হিয়া, প্রাণবন্ত করে,
কাটিয়ে দাও সব, জীর্ণতার ছল,
নির্ঝরিণীর জল।
------০------