আমি ধন্য, কৃষকের ছেলে বলে,
আমি পূর্ণ, মিশে এ বাংলার কাদাজলে।
ওরা সাধক, সভ্যতার কারিগর ওরে,
পরম শান্তি পেয়েছি খুঁজে,
শনে ছাওয়া ঘরে।
আমি ধন্য ধন্য পূর্ণ, নহে পথভ্রষ্ট,
প্রচন্ড রৌদ্রে কুঁচকে যাওয়া,
কৃষকের ওই পিষ্ঠ,
আমার হৃদ প্রকোষ্ঠ।
আমি খেলেছি ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায়,
খুঁজে পেয়েছি অমৃত্য প্রেম,
কৃষাণী বালিকার হাসির মায়ায়।
শ্যামলিমা গাঁয়ের মুক্ত পবনে,
পিয়েছি চির মুক্তির স্বাদ,
গ্রাম্য কিশোরীর নিরেট প্রেমে,
আমি চির উম্মাদ,
চির উম্মাদ,
চির উম্মাদ।
যবে আসবে শমন,
করবে দমন,
রেখো না মোর জীর্ণ তনুখানি,
নগর সভ্যতার ইষ্ট পাথরে ঘিরে,
এ বাংলার কাদাজলেই রেখো মোরে,
চির পূর্ণতায় ভরে।
-------------------