আজি উল্লাসে আর উৎশ্বাসে, কাঁপে ধরা থরথর,
মুসলমানদের ঘরে ঘরে, বাঁধ ভাঙা
খুশির ঝড়,
আজি রমযান পেরিয়ে এসেছে ঈদুল ফিতর।
দূর গগণে বাজে শুনি,সাম্যের গান,
উঁচু নিচু ধনী গরীব, সবাই সমান।
ভুলিয়াছি আজি,দ্বন্দ্ব সংঘাত সকল অপবাদ,
একই সারিতে পড়বো সালাত,
কাঁধে রেখে কাঁধ।
নেই কোন দ্বীধা, কোন আপন পর,
আজি রমযান পেরিয়ে, এসেছে ঈদুল ফিতর ।
আজি যেন নাহি থাকে, এতীম অনাথের চোখেজল,
তাদের পাশে দাঁড়াও আর দাও
সাহস বল।
বাঁকা চাঁদের হাসির মত,হাসুক দু' অধর,
আজি রমযান পেরিয়ে, এসেছে ঈদুল ফিতর।
মিষ্টি মুখে, মিষ্টি কথায়, ফিরনী পায়েস খাবো,
রং বেরঙের পোশাক পড়ে,
ঈদ গাহে যাবো।
উষর মনেও থাকবে না'ক, ধূসর মরুচর,
আজি রমযান পেরিয়ে, এসেছে ঈদুল ফিতর।
এ খুশির মহাতান,এ খুশি চির অম্লান,
ঈদুল ফিতর বয়ে আনুক,
দুঃখ জয়ের গান।
অটুট অক্ষুণ্ণ সাহসের সাথে,রাসূলের প্রদর্শিত পথে,
অনন্ত দুর্বার বেগে, ছুটো রে মুসলমান,
গেয়ে যাও আত্মশুদ্ধি, আত্মমুক্তির গান,
তবেই সার্থক হবে,মাহে রমযান,
বিশ্বের বুকে মাথা উঁচু করে, দাঁড়াবে মুসলমান ।
---------০--------