গুড়িয়ে দিয়ে মোর দালান কোঠা,
গড়ে দাও শনে ছাওয়া ঘর,
আমি প্রাণ খুলে ঘুমাবো, চির প্রশান্তির ঘুম।
সভ্যতার ভেজাল অট্টালিকায়,
নিদ্রাহীন চোখ।
সোনার চামচ তুলে নাও মুখ হতে,
আমায় দাও ভাঙা থালায়, দু'মুটো ডাল ভাত,
আমি পেট পুড়ে খাবো।
সোনার চামচে মেটে না' ক ক্ষুধা।
স্বার্থের এ মেকি শহর ছেড়ে,
আমায় নিয়ে যাও গ্রামে।
যেথায় ঘুরে নিত্য শান্তির দূত।
দুখিনী মায়ের আঁচল তলেই, খুঁজে পাই পরম সুখ।
-------০-------