এখন সমতল বাটেই হোঁচট খাই,
মুখ থুবড়ে পড়ি,
বিষণ্নতার দূত চেপে রেখেছে ভোকাল,
স্তব্ধ কণ্ঠস্বর।
অক্ষির লেন্সে ক্রমহ্রাস ফিক্সজেল ,
অদূরেই আবছা কুয়শা,
আঁধারের লুকোচুরি চারিধারে।
স্বপ্নগুলো নিরবে ঝরে ঝরে
তুষার নদী,
পরাজয়ের অলক্ত হৃদপিন্ডে,
অব্যক্ত ভালবাসা নিরবে জ্বলে জ্বলে,
সেঁকা কাবাব !
জীবন মহীরুহে পরগাছার রাজত্ব,
কতদিন হলো সূর্যলোকহীন,
নির্বাক ফ্যাকাসে জীবন।
তুমি সূর্য ছিলে একদিন
তিমিরাছন্ন এ ভূবণে,
হৃদকাশে ছিল শশধর প্রভা।
হয়ত বুঝিনি তোমার চোখের অব্যক্ত বচন,
আমিও তো চেয়েছি তোমায়,
তবু কেন হৃদকাশে মেঘের ঘনঘটা ?
ঈশান কোণে কাল বোশাখীর আভাস ?
অস্তিত্বের সকল প্রান্তেই ছিলে তুমি,
তবুও বুঝি হয়নি চাওয়া, পাবার মত করে,
চির তিমিরে হারিয়ে ফেলেছি,
প্রেমের পাগলিটারে।
                          ----০----