কোথায় গেল মোর দুই টাকার ঈদ ?
রাশি --রাশি --টাকা হাতে,
তবুও খুঁজে বেড়াই,
সেই দুই টাকা !
ঈদ আসে বার বার,
কেন সেই দুই টাকা,ফিরে আসেনা আর ?
তবে বার বার কেন আসে ঈদ, আমার মনে,
এতো দুঃষহ বেদনা নিয়ে ?
ঈদ মানেই তো খুশি,
কিন্তু কোথায় সেই খুশি ?কে নিয়ে আসে ?
কই! পনেরটি বছর কেটে গেল,
আজও তো পেলাম না, তার সন্ধান ?
তবে কি ঈদের খুশি শুধুই তাদের,
যাঁরা সব সময়ের সুখি?
যাঁরা ইচ্ছে হলেই, নীল আকাশে উড়ে বেড়ায়,
সম্পদের গুহায় ঘুমায় ?
অনাথ এতীমের মুখে,ঈদের হাসি কই ?
যে হাসি আমিও খুঁজে বেড়াই,
দুই টাকার মাঝে !
পনেরটি বছর আগে, হারিয়েছি তারে,
ছেঁড়া পাঞ্জাবি হতে,দুইটি টাকা কেউ দেয় না,
তাঁর মতো করে।
কত খুশিই হতো মোরে, নতুন জামা পরিয়ে,
ঘামে ভেজা ছেঁড়া পাঞ্জাবিতে,
দুঃখ রাখতো মুড়িয়ে।
ভাল জামা না দিতে পেরে,
সীমাহীন আবেগে ভরে,
অশ্রুসিক্ত নয়নে, চুমো দিতো মোরে,
কপাল জুড়ে।
প্রতি ঈদের প্রত্যূষে,
তাঁহার কবর পাড়ে দাড়িয়ে, অঝরে কাঁদি,
আমার ঈদ পন্ডু হয়ে যায়।
তবুও কেউ হাতে দেয়না, সেই দুই টাকা,
সেই আদর।
আজ রাশি রাশি টাকা হাতে,
তবুও খুঁজে বেড়াই,
ঘামে ভেজা সেই দুই টাকা !
আর দুই টাকার সেই ঈদ।
----০----