সেদিন, রক্তমাখা একটি লাল গোলাপ
হেসেছিল মোর,
রুদ্ধ জানালাটির পাশে।
যতবারই জানালাটি খুলে উঁকি দিয়েছি,
ততবারই হেসেছে,
রক্তমাখা হাসি।
ত্রাসে রুদ্ধ করি জানালাটি !
মধুমাখা পরিমল তবু্ও,
গেড়ে বসেছিল মোর
নাসান্ধ্রে।
যতবারই রুদ্ধ জানালাটির পাশে এসেছি,
উঁকি দিয়েছি,
নির্জীব পু্ষ্প সজীব হয়ে,
ততবারই হেসেছে রক্তমাখা হাসি।
ভুলেই ছিলেম.....,
আজ বহুদিন পর,
ফের এসেছি রুদ্ধ জানালাটির পাশে।
হায় একি !
অভিমানে পু্ষ্পটি ম্লান,
পরিমলও নেই,
নেই সেই রক্তমাখা হাসি।
অজান্তেই যেন ভালবেসেছি,
সেই রক্তমাখা হাসি।
ধনীর দুহিতা,
সে বুঝি ফুটেছিল মোর তরেই,
পাগলিনী হয়ে এসেছিল বারবার,
মোর জানালাটির পাড়ে।
আমি আনকালচার,
গেঁয়ো,
জানি মেশেনা গগণ,মেঘে
তাই রুদ্ধ করি মনের জানালা,
গহীন প্রাচীরে জমে থাকে,
প্রেমের অঙ্কুর।
এখন চির উন্মুক্ত আমার জানালাটি,
রক্তমাখা সেই হাসি,
আমার ঠোঁটে !
আর তুমি নির্জীব,
ফুটে আছো অন্য সরোবরে।
------০-----