দিনমনি অস্ত যায় পড়ন্ত এ সাঁঝের ক্ষণে,
উৎসন্ন মনে বিষণ্নতায় ভরে,
অপলক দৃষ্টিতে চেয়ে আছি,
রক্তিম দিনমনির,
অন্তিম আভার পানে।
বংশাইয়ের জল শুকিয়ে গেছে,
তীরে তীরে জেগেছে চর,
ঘাটে বাঁধা নৌকায়, বসে আছি আনমনে,
ক্ষীনস্রোতে ভেসে যায়,
কচুরীপানার গুচ্ছ।
রক্তিম লালিমায় উড়ুউড়ু করে গাঙচিল,
নদীর জলে গা ধুয়ে,
ক্লান্তি মুছে নেয় মাঝি,
কিযে অপূর্ব নিস্তব্ধতায় মগ্ন চারিপাশ।
ঘরে ফেরা বিহঙ্গের,
ব্যস্ত উড়ুউড়ি,
সহসা ফ্যাকাসে হয়ে গেল রক্তিম তপন,
রক্তিম আভায় হেরি,
হারানো প্রিয়ার, ধূসর বদনখানি,
সে যেন হাতছানি দিয়ে,
ডাকছে আমায় !
যেন বলছে কাতর নয়নে,
"ওহে কবি,বড্ড ভুল করেছি তোমায়,
বিষণ্ণতা উপহার দিয়ে।
চেয়ে দেখো,
আমিও সুখে নেই,
সম্মুখে তোমার,রক্তিম সূর্য হয়ে,
নির্বাক শুধুই জ্বলছি,
জ্বলতে হবে বুঝি অনন্তকাল"।
  ----০----