কৃষক শ্রমিক তাঁতী জেলে,
কামার কুমোর মুচি,
কে বলে রে ঘৃণ্য ওরা,
ওরাই পরম শূচি।
পরম প্রেমে শ্রমে ঘামে,
গড়েছে সভ্যতা
রৌদ্রে পুঁড়ে সচল রাখে,
অর্থনৈতিক নাব্যতা।
কেউবা ওরা কাদাজলে,
কেউবা শহর নগরে,
সফলতার সূর্য উঠে,
ওদের পদের প্রহারে।
ওরা অতি সরল সহজ,
সত্য পথের দিশারী,
ঘূণ্য নহে ধন্য ওরা,
ওরাই পরম পূজারী।