স্মরণকালের বিধ্বংসী সাইক্লোন,
বয়ে যাচ্ছে মনের
সায়রে।
আঘাত হেনেছে তীরে অপেক্ষেয়মান,
স্মৃতির বসত বাড়ি,
দুমড়ে মুচকে যাচ্ছে অব্যক্ত ভাবনার
সকল বৃক্ষরাজি।
ভয়ানক বজ্রাঘাতে স্বপ্নগুলোর
দুঃষহ অপমৃত্যু।
ফেঁপে উঠেছে অক্ষির জলোচ্ছ্বাস,
প্লাবিত কপল
প্রান্তর।
অস্তিত্ব নাশে মগ্ন বিদ্রোহী পবন,
প্রখর শিলার প্রহারে চূর্ণ
সম্ভাবনার ভ্রুণ।
মুক্তির বসতভিটা চির চূূ্র্ণ,
মায়ার ভ্রমজালে
চির বন্দি,
আমিও করেছি দুখের সনে চিরসন্ধি।
উড়ে চলেছি দুখের ভস্মিভূত
ছাঁইয়ের সাথে,
চির বিলীনের পথে।
----০---