দেখা কি আর করবেন গো সাঁই,
গেলেই গহীন নির্জন বনে,
শুদ্ধ মানুষ বিনে ?
শুদ্ধ মানুষ অমূল্য রতন,
মহাযুগের পু্ষ্প চন্দন,
নীরে ক্ষীরে সাঁই নিরাঞ্জন,
স্বয়ং খেলে তারই সনে
লাখো পীর পয়গম্বর ওরে,
স্বরূপেতে নেহার করে,
খেলছে খেলা তারি সনে।
আত্মশুদ্ধি নাহি হলে,
ফল কি হবে জঙ্গল দলে ?
স্বরূপেতে বেড়ায় যেজন,
মিশে সদাই,
আপনার সনে,
দেখা কি আর মিলবে গো তাঁর,
শুদ্ধ মানুষ বিনে ?
তারে যদি ধরবে রে মন,
শুদ্ধ মানুষের,
করো অন্বেষণ,
ভজো তারে আপন মনে,
সেথায় নীরে নিরাঞ্জনে।
রাসূলের সত্য পন্থ ধরে,
সদাই সেজন ঘুরে ফিরে,
ধরবে যদি তারে রে মন,
চলোরে সেই পথের পানে,
দেখা কি আর করবেন গো সাঁই,
গেলেই গহীন নির্জন বনে,
শুদ্ধ মানুষ বিনে ?
------০-----