শরতের নীল গগণে,
একঝাঁক শুভ্র কপোতের সনে,
উড়েছিলাম আমিও মুক্ত ডানায়,
দিগন্তের পানে।
কোন এক শিকারিনীর বিষাক্ত বানে,
ভিজেছিল শুভ্র ডানা,
লোহিত প্লাবনে।
এযে মোহ বান মেরেছিল অন্তরে,
শিকারিনী বঁধ করেনি মোরে,
শুধুই বদ্ধ করেছে মায়ার ডোরে।
সে যে শিকারীয়েই চলে অহর্নিশ,
দীপ্ত প্রভাখানি,
পড়ে থাকে নির্বাক ঘোর নিশীথিনী,
সে যে সুচতুর শিকারিনী।
----০----