নিয়তির কাঁটাতারে আটকে গেছে এ জীবন,
যতবারই প্রবল আক্রোশে ভেঙেচুরে পালাতে চাই,
ততবারই হই ক্ষত বিক্ষত।
সময়ের তিক্ষ্ণ ধারালো সুঁচ, অনবরত খুঁচিয়ে যাচ্ছে,
অবশিষ্ট তনু,
শেষ রক্তবিন্দু ক্ষরণের প্রতীক্ষায়।
কোন এক অগ্নিঝড় প্রতিনিয়তই শুষে নিচ্ছে ক্ষরিত রক্ত।
জানি আর ফেরা হবে না কোনদিন পু্ষ্পরাজ্যে,
জীবনের ভুল পথে আমার পদচারণা।
কারো মনে ফুল হয়ে ফুটতে পারিনি,
হয়েছি অভিশপ্ত বিষাক্ত কণ্টক।
হে অবনী,
আমি চলে যাচ্ছি তোমায় ছেড়ে,
মুছে নিও আমার ব্যর্থ রক্তবিন্দু,
মুছে নিও এ জীর্ণতা।
শুধু মৃত্তিকার বুকে চেপে দিও জীর্ণ স্কালটা,
একদিন সে পাথর হবে, বোবা কান্নায় মিশে রবে,
ব্যর্থতার সুর,
হয়তবা ব্যাকটেরিয়া হয়ে কোটি বছর বেঁচে রবে,
আমার কষ্টগুলো।
----০----