শত কসুর করেও প্রভূ,
তোমায় জপি ত্রাসী,
আমি যে অতি নগণ্য হায়,
তোমার চরণ দাসী।
দাও মোরে দীনের দীন,
আমি যে অর্থহীন,
তুমি গভীর জলের মীন,
আমি শ্যাওলায় ভাসি,
কলুষ হৃদে তোমার কথা,
ভাবি অহর্নিশী।
তুমি যে দীনবন্ধু, জ্ঞানের সিন্ধু,
আমি কূলের দূর্বাঘাস,
দিবস কাটে জ্ঞানহীন মোর,
করি নিজের সর্বনাশ।
অন্ধপথে চলি সদাই,
মেতে থাকি মন্দতে,
আমারে ডুবাও প্রভূ,
তোমার জ্ঞানের সিন্ধুতে।
নাহি মোর ভজন সাধন,
পূণ্যের খাতা শূন্য,
খুশি যদি হও নরকে ডুবিয়ে,
তাতেও হব ধন্য।
ওহে দয়াবান, রহিম রহমান,
কলুষিত মোর, এ তনু মন,
তবুও কিঞ্চিত করুণা যাচি,
দাও মোরে পরম ধন।
স্বর্গখানা দাও গো মোরে,
এ নহে মোর আরতি,
চরণতলে রাখিও মোরে,
বিনয় মিনতি।
---০---