লামিয়া,
আজোআমি বসেই আছি,
বংশাই নদীটির সেই তীরে,
যেথায় শেষ বিদায় দিয়েছিলে মোরে।
তিক্ত যাতনায় নিঃস্ব হয়ে,
আজো বসেই আছি,
তোমার অপেক্ষায়।
নদীর জলে ছুঁ মেরে মাছ ধরে গাঙচিল,
আজোউড়ে চলে,
অজস্র গঙ্গা ফড়িং,
সাদা বকের মেলা বসে পাড়ে পাড়ে।
কৃষক আজো পাড় হয়,উরু জলে
লাঙ্গল কাঁধে,
যেভাবে ঠিক পাড় হতে আমার কাঁধে চড়ে।
এ তীরের সেই বটবৃক্ষটি,
আজো রয়েছে।
ভরদুপুরে ডালে শুয়ে,
আজো রাখাল বাঁশি বাজায়।
নিঃসঙ্গ আমি আজো বসে আছি,
দুঃষহ কাব্যের অন্তমিল,
নিত্য সঙ্গী।
আজো গগণে পূর্ণ শশী হাসে,
টলমল করে বংশাইয়ের
কালোজল।
ধূসর অন্ধকারে অপূর্ণ স্মৃতি,
নির্বাক নিশ্চল।
বি এ ডি সি ফার্মে আজো দোলে,
বাড়ন্ত যবের দানা,
অন্তরালের গহীন অরণ্যে ,
লুকিয়ে আছো,
সবই ভুলে,
ঠিকানা আজো অজানা।
----০----