আজ কেঁদেছো তুমি,
পাহাড়ি ঢল নামা ঝর্ণার মতো অসমাপ্ত বহতায়,
বেলার শেষে কোন অক্ষটীর ফাঁদে আটকে,
ডানা ভাঙা আহত পখির মতো।
এ বুকে জমে থাকা আহত বেদনার নীহার,
আজ বুঝি ছুঁয়েছে তোমার
দাম্ভিক লোচন।
আজ কেঁদেছো তুমি,
ফেলে আসা দিনের বেদনা কুড়িয়ে,
শুধু আমায় মনে করে।
জানি তুমি জানো, ভাল করে জানো,
আমি আজ মৃত !
তবে কেন কাঁদো ?
জেনে রেখো, আমি আর জাগবো না,
তুমি কি পারবে মরণকে বরণ করতে ?
যদি পারো, তবে এসো,
এ পথের শেষ প্রান্তে আমায় পাবে।
----০---