রক্তস্নাত এ পতাকা,
হারালে আর, পাবেনা'ক ফিরে,
ওহে তরুণ,
তারণ্যকে রুদ্ধ করে, থেকো না বদ্ধঘরে।
জ্বালাও তরুণ প্রাণের তারিত্ব,
দ্যাখো নির্বাক ভাগাড়ে পচে মরে সত্য।
স্বাধীন বঙ্গে দুর্যোগের ঘনঘটা,
তিমির দমিতে জ্বালাও আলোকছটা।
প্রবল হুংকারে চূর্ণ করো নিরবতা,
দ্যাখো বিপণ্ন বেখেঁয়ালে,
গুমড়ে কাঁদে মানবতা,
হারিয়ে গেলে কোথায় পাবে, রক্তেভেজা স্বাধীনতা।
জাগো তেজস্বী এটম হয়ে,
চূর্ণ করো উগ্রবাদী ধর্মান্ধ সন্ত্রাস,
নির্মল করো ধরিত্রী,
ঘুছে যাক সব অন্যায় অবিচার ত্রাস।
তোমাদের দর্পভারে, মুছে যাক সব জীর্ণতা,
কালের উপলচ্যূতে, ধসে যাক পঙ্কিলতা,
সত্য শুচি হোক,
রক্তেস্নাত স্বাধীনতা।