মাঝে মাঝে মনে হয়, মারিয়ানাটেঞ্চের অতলে ডুবি,
খু্ঁজে দেখি, প্রশান্তের বুকে কি প্রশান্তি।
ভূ- পৃষ্ঠের বুকে পেলাম পোড়ার যাতনা, বারুদের গন্ধ,
হাহাকার আর সুখ দুর্ভিক্ষতা।
পেলাম স্বার্থলোলুপ দুরাচারীর আখড়া, রক্তের উৎকট গন্ধ,
মিথ্যা আর অপনীতির অভয়াশ্রাম,সাধু ভন্ডের মিশ্র আনাগোনা।
এখানে দুরাচারী শোষক মগের মুল্লক,দুর্বলের উদরে প্রস্তর,
সাধুর মূল্যায়ন শুধু বিদ্রূপ আর কটোক্তি।
পেলাম সত্যের বিচ্যূত বালুচরে ন্যায়ের মরীচিকা
কলহ অশান্তি রোগ শোক আর জীর্ণতা।
নির্ভেজাল খাঁটি বলতে মায়ের পবিত্র স্নেহ ছাড়া কিছুই নেই,
নারী গাড়ি বাড়ি সবই নিরেট  ক্ষণস্থায়ী ভ্রূম।