ক্লান্ত শশী  ঝুলে ঝুলে তখনো ক্ষীণপ্রভা বিকিরণে মত্ত।
দূর্বাঘাসের শিশির দলে হিম হিম শিহরণে
শীতলক্ষ্যার কূলে দাঁড়িয়ে
আনমনা এক প্রভাত।
রঙিন সাজে  রক্তিম অরুণোদয় পূর্বাকাশে,
কুহেলিকার দল চুমে যায় দূর্বাঘাস,
জোঁয়ারের জল নেমেছে গেছে ভাঁটায় শুষ্কতায় ভরা বুকের চর।
নদীর বুক চিরে তবুও  ছুটে যায় লঞ্চ ষ্টীমার,
ঢেউয়ে ঢেউয়ে ভিজি আমি।
ডিঙির মাস্তুলে কেঁদে যায় নিঃসঙ্গ কাক,
আমিও যে নিঃসঙ্গ এথায়,
ব্যথাতুর হৃদে ভিজে যাওয়া চিরকুটের মতো কেঁদে যায় আহত স্মৃতি,
হৃদয়ে যেন এখন শীতলক্ষ্যার চেয়েও ঢের খরতা।


-সংশোধিত