তুমি যেদিন চলে গেলে অহমিকার ঝড় তুলে,
এ মনের কাননে একটি পু্ষ্প ঝরেছিল সেইদিন,
তোমার বাক্যাঘাতে আহত হয়ে,
গুমড়ে গুমড়ে কেঁদেছিল সে,
তুমি তা দেখনি।
তোমার ভালবাসার শিকলে বাঁধা একটি পাখি,
ব্যঙ্গতার বিদ্রোহী ঝড়ে,
ভেঙেছিল দুটি ডানা,
তুমি তা দেখনি।
অভিমানের সাইক্লোনে ছিন্ন ভিন্ন করেছিল,
সাজানো একটি ফুলের জীবন,
কেঁদেছিল সে রিক্ততার সুরে,
তবুও ফিরে তাকাও নি।
আজো তোমার দুঃষহ বেদন লয়ে,
হিরোশিমার মতো পোড়াস্মৃতি বয়ে চলেছে এ হৃদয়,
তবুও দেখনি তুমি ব্যথাতুর হৃদে ওহে স্বজনী,
তবে কি তুমি,সত্যিই বড্ড পাষাণী ?


-সংশোধিত