তিনশ দুই দন্ডাদেশের আসামি এখন আমি,
ভাবনাগুলো কনডেমড সেলের অন্ধগারদে,
চির নিবিড় গহীনের পথপানে দৃষ্টির অস্তিত্ব।
ভাবনারা এখন শুধু কালো কাফনে আবদ্ধ,
দৃষ্টির সঙ্গম শুধু কখন, ম্যাজিস্ট্রেটের হাত হতে ঝরে পড়বে
লাল রুমাল।
হ্যাঁ আমি খুনি,
খুন করেছি তোমার ভালবাসাকে।
খুন করেছি তোমার ঠোঁট, রূপ রস, যৌবন জৌলুস।
খুন করেছি তোমার বুকের পাশ দিয়ে বয়ে চলা,
সরসী নদী।
খুন করেছি তোমার চিবুকের তিলক,
ঝিনুকের দ্বার ছিঁড়ে মুক্তোটাও।
আমি চেয়েছিলাম তোমার চোখের সমুদ্দুর হতে নোনাজল শুষে,
অমরাবতী গড়তে,
বুকের অদ্রিচূঁড়ায় পদভর করে ঈশ্বরকে ছুঁতে,
কিন্তু পারিনি।
বারবার হয়েছি অপরাধী,
হয়েছি জোতচুর খুনি বখাটে।
অবনীর পবন জানে,
দিবাকর প্রভা জানে,
নির্বাক ওই স্রষ্টা জানে,
তোমার নিষিদ্ধ ছোঁয়ায় নিজেকে কভু জয়ী ভাবিনি,
ভেবেছি অপরাধী,
ভেবেছি অপবাদী।
কতোবার ওই গোলাপি ঠোঁটদুটি আমার রাজত্বে ছিল,
আমি বার বার সরে এসেছি,
যেটুকু ছুঁয়েছি, তা শুধু তোমার আবেগে।
বুঝিনি কখনো ক্ষয়ে যাওয়া পাথরের মত,
তিল তিল করে দূরে সরেছো।
অতঃপর ভূমি ধসে ভেঙেছো বুকের জমিন।
তবুও আজ আমিই অপরাধী,
দন্ডিত তোমার ভালবাসার আদালতে।।