তুমি দুয়ার খুলে রেখেছো কতো রাত
নির্জনে চুপিসারে যদি আমি আসি
সদ্যফোটা ফুলের কোলে ভ্রমর হয়ে বসি।


নিশীথ ভরে একলা ঘরে
আবেগ বেঁধেছো কতো
কাছে পাবার ব্যকুল তিয়াসী স্বপ্ন শত শত।


উচাটন হিয়ার মাঝে বাসন্তী বাওড়ি হাওয়া,
বরফগলা নদীর মতো
গলেছে কতো চাওয়া।


হুতোমপেঁচার ডাক শুনে পালিয়েছে কতো রাত,
হারিয়েছে কতো দিন,
পড়েনি হাতে হাত।


এখন আমার ক্লান্তিকালে তোমার পানে চলা,
তোমার ও দ্বার রুদ্ধ হয়েছে
আমার এ দ্বার খোলা।


-সংশোধিত